সোনালী ই ওয়ালেটের সুবিধা অসুবিধা সোনালী ই ওয়ালেট shonali ewalet. internet banking
বর্তমান যুগ অনলাই (online) যুগ। সেই যুগের সাথে তাল মিলিয়ে আমার দেশ ও ক্রমশ এগিয়ে যাচ্ছে ডিজিটাল ব্যাংকিং (Digital bangking) দিকে। কিছুদিন আগেই মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ চালু করেছে অনলাইন ওয়ালেট ( Online wallet) সোনালী ই-ওয়ালেট। যার মাধ্যমে খুব সহজেই আমরা ঘরে বসেই ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবো।তাই আসুন জেনে নেই সোনালী ই-ওয়ালেটের (sonali e-wallet) এর সুবিধা এবং অসুবিধা গুলো।
সুবিধা ও যে সেবা সমুহ পাবেন ঃ
১। সোনালী ব্যাংকের এক হিসাব (account) থেকে অন্য হিসাবে টাকা স্থানান্তর।
২। সোনালী ব্যাংকের হিসাব (account) হতে অন্য যে কোন ব্যাংকরের হিসাবে BEFTN এর মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার।
৩। ওয়ালেট একাউন্ট থেকে অন্য ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন।
৩। মোবাইলে স্টেটমেন্ট এবং হিসাব চেক করতে পারবেন।
৪। মোবাইল রিচার্জ
৫। বিদ্যুৎ, পানির ও ক্রেডিট কার্ডের বিল দিতে পারবেন।
অসুবিধা বা সীমাবদ্ধতা ঃ
১। সোনালি ই-ওয়ালেট খুলতে ১৩ সংক্ষার ব্যাংক একাউন্ট নাম্বার
২। নিজ ব্রাঞ্চে গিয়ে একটিভ করতে হবে
৩।ছয় সংখ্যার সিকিউরিটি পিন।
তবে খুব দ্রতই আরো সহজ এবং আরো নতুন নতুন সেবা নিয়ে আসছে সোনালী ই ওয়ালেট। তাই এখনি খুলে (open) করুন আপনার অনলাইন ওয়ালেট আর উপভোগ করুন বিশ্বমানের সেবা।
download
0 মন্তব্যসমূহ