করোনা মহামারীর কারনে পিছিয়ে যাওয়া এসএসসি ও এইচএসসি (ssc,hsc) জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কবে পরিক্ষা নেওয়া হবে এবং পাশাপাশি কোন কোন বিষয়ে পরিক্ষা নেওয়া হবে এবং কোন কোন বিষয়ে পরিক্ষা নেওয়া হবে না সে ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা জানানো হয়েছে।
দুটি ভিন্ন ভিন্ন নোটিশে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তা জানানো হয়েছে। এসএসসি তে ৩ টি বিষয়ে এবং এইচএসসিতে ১ টি বিষয়ে পরিক্ষা নেওয়া হবে না। এবং যে পরিক্ষা গুলো নেওয়া হবে রি-রিভাইসড বা শর্ট সিলেবাস থেকে নেওয়া হবে। শর্ট সিলেবাসের পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে।
২০২২ শিক্ষা বর্ষে এসএসসি তে যে পরিক্ষা গুলো নেওয়া হবে তা হলো ঃ
১।বাংলা
২।ইংরেজি
৩।গনিত
৪।রসায়ন
৫।পদার্থবিজ্ঞান
৬।জীববিজ্ঞান
৭।উচ্চতরগনিত
৮।হিসাববিজ্ঞান
৯।ব্যবসায় শিক্ষা
১০।কৃষি শিক্ষা
১১। গার্হস্থ বিজ্ঞান
১২।পৌরনীতি ও নাগরিকতা
১৩। অর্থনীতি
১৪।ভূগোল ও পরিবেশ
১৫।ফিনান্স ও ব্যংকিং
১৬।বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা
২০২২ শিক্ষা বর্ষে এইচএসসি তে যে পরিক্ষা গুলো নেওয়া হবে তা হলো ঃ
১।বাংলা
২। ইংরেজি
৩।গ্রুপভিত্তিক নৈর্বচনিক ৩ বিষয়
৪। একটি ঐচ্ছিক বিষয়
এসএসসি তে যে বিষয় গুলোর পরিক্ষা হবে না এবং এ বিষয় গুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মুল্যায়ন হবে ঃ
১। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
২।বিজ্ঞান
৩। ধর্ম ও নৈতিক শিক্ষা
৪। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
এইচ এসসি তে নিচের বিষয়ে বর্নিত সাবজেক্টের পরিক্ষা না সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মুল্যায়ন করা হবে।
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
তাছাড়া সিলেবাসে এবং পরিক্ষা সময়ে এসেছে পরিবর্তন।
0 মন্তব্যসমূহ