স্মার্টফোন কিনতে গেলে কোন জিনিসটি আপনি সবচেয়ে গুরুত্ব দেন? ফিচার না ডিজাইন? তবে আপনি যাই গুরুত্ব দেন না কেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শুধু রুপ টাই দেখে মানে লুক, ডিজাইন। তো সেই মোবাইলে থাকতে হবে সোনা, রুপা,হিরে, প্লাটিনাম, দামি রত্ন পাথর ইত্যাদি। আর এসব রত্ন দিয়ে ডিজাই করা ফোনগুলো দাম ও হয় আমাদের সাধারন মানুষের কল্পনার বাইরে।
আপনি একটু চিন্তা করে বলুন একটা দামি স্মার্টফোন কত টাকার হতে পারে। হয়তো ভাবছেন ৫০ হাজার বা ১ লাখ বা ৫ লাখ। কিন্তু না পৃথিবীর সবচেয়ে দামি ফোনটির দাম ৫৫ কোটি টাকা। হ্যা সত্যি তাই। আর এ ফোনটি তৈরি করেছে অ্যাপল। আর মোবাইলটির নাম "ডায়মন্ড রোজ"।
আসুন জেনে নেই কেন এই ফোনটির দাম এমন অবিশ্বাস্য
এই ফোনটি ডিজাইন এবং ফিচারের জন্য দাম এত বেশি। এই ফোন টি ডিজাইন করেছেন স্টুয়ার্ট হিউজ এবং এই ফোনটি রোজগোল্ড দিয়ে তৈরি আর এর সাইট ফ্রেমে ৫০০ টি হিরে খচিত আছে আর এ্যাপলের লোগতেও ৫৩ টি হিরে খচিত।
ফিচার ঃ
ডায়মন্ড রোজ মোবাইলটি বিল্ট ইন ৩২ জিবি মেমরি ও ৮ মেগাপিক্সেল লেড ফ্ল্যাশ ক্যামেরা এবং সেকেন্ডারি ২ মেগাপিক্সেল ক্যামেরা আছে। os ios 4.0 তে রান হয়।
0 মন্তব্যসমূহ