গাড়ির বাজারে ২০২১ থেকেই বাজিমাত করেছে (electric car) বিদ্যুৎ চালিত গাড়ি৷ অনুমান করা হয়েছিলো যে ২০২১ সালে সারা পৃথিবীতে ৬.৫ মিলিয়ন গাড়ি বিক্রি হবে এবং তা হয়েও ছিলো আর ২০২২ এ হবে এর প্রায় দিগুন। বিদ্যুৎ চালিত গাড়ির এই বৈপ্লবিক উত্থানের কারনে বিশ্বের বড় বড় মোটর কোম্পানি electric car তৈরির দিকে ঝুকছে।
বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার পরিকল্পনা করেছে যে ২০২৫ থেকে তারা শুধু বিদ্যুৎ চালিত গাড়ি ই বিক্রি করবে।
volvo বলছে তারা ২০৩০ সাল থেকে শুধু মাত্র ইলেকট্রিক কার বিক্রি করবে | sports car নির্মাতা লোটাস কোম্পানি বলছে তারাও ২০২৮ সাল নাগাদ ইলেকট্রিক কার বিক্রি করবে। আমেরিকার জেনারেল মটরস, ফোক্সওয়াগন এর মত বিশ্ববিখ্যাত সব কোম্পানি একই পরিকল্পনা। তাদের মতে ২০৩৫ সালের মধ্যে ৭০ শতাংশ গাড়ি হবে বৈদ্যতিক।
বিদ্যুৎ চালিত গাড়ি বিক্রিতে সবচেয়ে এগিয়ে আছে শীর্ষ ধনী এলন মাস্কের কোম্পানি টেসলা। তাদের তৈরি ইলেকট্রিক কার ই বলা চলে ইলেকট্রিক কারের বিপ্লব ঘটিয়েছে। তার প্রেক্ষিতে জেনারেল মোটরস এবং হোন্ডা কোম্পানি কোলাবেরেশন করছে বিদ্যুৎ চালিত গাড়ি নির্মানের জন্য।
চীনের শীর্ষস্থানীয় টেক কোম্পানি বাইজু এবং শাউমি তাদের এভি বা ইলেকট্রিক কার নির্মানের কথা জানিয়ে।
আইফোন নির্মাতা অ্যাপল ও তাদের ইলেকট্রিক কার নির্মানের পরিকল্পনা এগিয়ে আনছে।
0 মন্তব্যসমূহ