কুমিল্লায় নাতির বউ নিয়ে দাদা উধাও

কুমিল্লার নাঙলকোটের জোড্ডা পুর্ব ইউপির দক্ষিণ শ্রীহাস্য গ্রামের সাইফুল ইসলাম নামে এক অটোরিকশা চালকের বউ নিয়ে হানিফ রানা নামে এক দাদা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় বেশ চান্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শ্রীহাস্য গ্রামের ইউসুফ মিয়ার ছেলে অটোরিকশা চালক সাইফুল আলম ৯ বছর পুর্বে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার গ্রাম পাড়া নামক গ্রামের আবুল কাশেমের মেয়ে আনোয়ারা আক্তার ঝিনুক কে বিয়ে করেন। তাদের পরিবারে ইব্রাহীম ও ইসরাফিল নামে দুটি ছেলে সন্তান রয়েছে।সাইফুলের দাদার চাচাত ভাই হানিফ রানা তিনদিন আগে তার স্ত্রী কে প্রথমে লাকশাম পরে কক্সবাজার নিয়ে যায়।

দক্ষিণ শ্রীহাস্য গ্রামেন মেম্বার সিরাজুল ইসলাম বলেন অভিযোগ পাওয়ার আমরা তাদের দু পক্ষকে নিয়ে সমাধান করার চেষ্টা করছি।সামনের শনিবার বিষয়টি নিয়ে শালিশ বসার কথা।